খুলনায় সাংবাদিক পান্নু লাঞ্ছিত হওয়ায় প্রেসক্লাব যশোরের নিন্দা ও ক্ষোভ

0

লোকসমাজ ডেস্ক ॥ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একাত্তর টিভির খুলনা প্রতিনিধি রকিবউদ্দিন পান্নু লাঞ্ছিত হওয়ার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক আহসান কবীর। এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক পান্নুর ওপর খুলনা ওয়াসার ঠিকাদারের হামলা এবং পরে পুলিশ কর্তৃৃক উল্টো পান্নুকে আটকের ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্যে হুমকি স্বরুপ। নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক পান্নুর ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।