যশোরে ট্রাক চাপায় প্রবাসী নিহত

0

স্টাফ রিপোর্টার ॥ কর্মস্থলে ফেরা হলোনা প্রবাসী শরিফুল ইসলামের (৩২)। ঢাকা থেকে যশোরে এসে মাগুরার আড়পাড়ায় ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন তিনি। শরিফুল ইসলাম ঢাকার মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিকান্দি গ্রামের মোস্তাক আহমেদের পুত্র। তার স্বজন মশিউর রহমান জানিয়েছেন, শরিফুল ইসলাম সিঙ্গাপুরে থাকেন। করোনার সময় তিনি বাড়িতে আসেন। আগামী মাসে তার সিঙ্গাপুর যাওয়ার কথা। তার মামা যশোরে চাকরি করেন। থাকেন উপশহর এলাকায়। মামার কাছে বেড়াতে এসে সেখান থেকে মোটরসাইকেলে মধুখালীতে যান। ফেরার পথে মামা হাফিজুল্লাহ আমিন মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে মাগুরার আড়পাড়া বাজারে পৌঁছুলে বিপরীত দিক থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে শরিফুল ইসলাম ও তার মামা হাফিজুল্লাহ আমিন আহত হন। রাত ৯টার দিকে তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। হাফিজুল্লাহ আমিন অপেক্ষাকৃত কম আহত হওয়ায় তিনি চিকিৎসা নিয়ে বাড়িতে গেছেন।