শার্শায় মেম্বারদের বাদ রেখে ইউপি চেয়ারম্যানের এলজিএসপি প্রকল্পের তালিকা প্রণয়নের অভিযোগ

0

আজিজুল ইসলাম, বাগআঁচড়া (যশোর) ॥ যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সংশ্লিষ্ট মেম্বারদের না জানিয়ে এলজিএসপি প্রকল্পের তালিকা প্রণয়ন করে উপজেলা অফিসে পাঠিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেয়া হয়েছে। উপজেলার গোগা ইউনিয়নের অগ্রভুলোট গ্রামের মেম্বার তবিবুর রহমান জেলা প্রশাসক বরবার এ অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন ২০২০-২১ অর্থ বছরের এলজিএসপির বরাদ্দ ২০ লাখ ১৪ হাজার ৩’৮৪ টাকার একটি প্রকল্পের মিটিংয়ে তাকে ও হরিশ্চন্দ্রপুর গ্রামের মেম্বার বাবুল হোসেনকে ডাকা হয়নি। নিয়ম অনুযায়ী স্ব স্ব গ্রামের মেম্বাররা এলজি এসপি প্রকল্পের সভাপতি। অথচ গত ২০ জানুয়ারি পরিষদে প্রকল্পের মিটিংয়ে তাদের আহ্বান না করেই ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ তাদের অনুপস্থিতিতে রেজুলেশন তৈরি করে উপজেলায় ২৪ জানুয়ারি তালিকা পাঠিয়েছেন । যা নিয়মের পরিপন্থী বলে তিনি দাবি করেছেন। তিনি বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছেন। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বিষয়টি জানানো হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান। এ ব্যাপারে চেয়ারম্যান আব্দুর রশিদ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, প্রত্যেক ওয়ার্ডে উন্মুক্ত মিটিং করা হয়েছে। সেখানে মেম্বারসহ সকলকে আহ্বান করা হয়েছে।