চুয়াডাঙ্গায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

0

রিফাত রহমান,চুয়াডাঙ্গা॥ ‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়’ এ শ্লোগানে চুয়াডাঙ্গায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে রবিবার সকাল সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতি কার্যালয়ে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মহাম্মদ শামসুজ্জোহা, যুগ্ম-সম্পাদক শহিদুল ইসলাম শাহান, মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান ও ডা. নাহিদ ফাতেমা রত্না বক্তব্য রাখেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সমিতির কোষাধ্যাক্ষ অ্যাড. আকসিজুল ইসলাম রতন, সদস্য অ্যাড. ওয়াহিদুজ্জামান বুলা ও অ্যাড.রফিকুল ইসলাম প্রমূখ। বক্তারা বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে পায়ে হাঁটার বিকল্প নেই। যেকোন খাবার পেলে খাওয়া যাবে না। রাস্তার খাবার থেকে বিরত থাকতে হবে। শৃংঙ্খলিত জীবন পারে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখতে। সেকারণে সকলকে সচেতন হতে হবে এবং জীবন-যাপনে নিয়ন্ত্রণ রাখতে হবে।