সুন্দরবনে হরিণের মাংস উদ্ধার

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ। বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার (এসও) সুলতান আহম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি ব্রিজের নিচে অভিযান চালিয়ে ককসিটে ভরা ১৩ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। তিনি আরও জানান, বন বিভাগের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারীর দল মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়। জব্দকৃত হরিণের মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে।