বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক রচনা প্রতিযোগিতা ফুলতলায়

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ ’মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’ এ শ্লোগানকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহযোগিতায় ফুলতলা উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গলবার সকালে এক যোগে বিতর্ক, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি হাসান ইমামুল হক ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন। স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক অজয় কুমার চক্রবর্তী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য হানিফ মোহাম্মদ ভুইয়া লাকি, সহকারী প্রধান শিক্ষক দোলোয়ার হোসেন, খুৃকু কুন্ডু, মাও. শফিউল্লাহ হাজেরী, নিরঞ্জন প্রসাদ বিশ্বাস প্রমুখ।
জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক গোলাম সরোয়ার মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক বিশ্বনাথ ঘোষ। প্রভাষক সমীর কুমার বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহকারী অধ্যাপক শেখ ইউনুচ আলী, জুলফিার আলী মোল্যা, প্রভাষক তাপস কুমার মজুমদার ও সাবিনা ইয়াসমিন । গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. আসলাম খান। শিক্ষক কায়দে আজমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন শিক্ষক নেতা সানোয়ার হোসেন মোড়ল, আজাদ গাজী, নীলরতন মন্ডল, মাসুমা সুলতানা প্রমুখ। রাড়িপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আ. হাই এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী। টোলনা জেপিডিএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পীর মোহাম্মদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মাও. সাইফুল হাসান খান। শিক্ষক মোশারফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালনা কমিটির সভাপতি আবুল খায়ের মোল্যা ও সহকারী অধ্যাপক মো. নেছার উদ্দিন। পঠিয়াবান্ধা শুকা স্মরণিকা বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক পেমচাঁদ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মৃনাল হাজরা। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুরুপ অনুষ্ঠানের আয়োজন করা হয়।