দিল্লিতে স্কুল বন্ধের নির্দেশ

0

লোকসমাজ ডেস্ক॥ বায়ু দূষণের কারণে ভারতের রাজধানী দিল্লিতে আগামী সাত দিনের জন্য স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার রাজ্য সরকার এ নির্দেশ দিয়েছে। শুক্রবার দিল্লির দূষণ নিয়ন্ত্রণ বোর্ড জানিয়েছিল, তাপমাত্রা ও বাতাসের গতি কমে যাওয়া দিল্লির বাতাসের পরিস্থিতির অবনতি হয়েছে। বিষাক্ত ধোঁয়া ভারী কুয়াশার মতো ছেয়ে গেছে পুরো নগরী। বাতাসের মান সূচক ৪৭০ থেকে বেড়ে ৫০০ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শনিবার সরকারকে কড়া কথা শুনিয়েছিল সুপ্রিম কোর্ট। দিল্লি সরকারের পক্ষে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেগুলি বাস্তবায়িত হচ্ছে না কেন, সেই প্রশ্ন তোলে শীর্ষ আদালত। জরুরি ভিত্তিতে এই দূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতেও বলা হয়। অবশ্য এর আগেই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেছিলেন, ‘১৫ তারিখ থেকে আগামী সাত দিনের জন্য স্কুল বন্ধ থাকবে। ক্লাস হবে ভার্চুয়াল মাধ্যমে। এই সাত দিন সরকারি দফতরের কর্মীদেরও কাজ করতে হবে বাড়ি থেকে। সব কর্মীরাই বাড়ি থেকে কাজ করবেন। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবেন না। বেসরকারি দফতরগুলির ক্ষেত্রেও এই নির্দেশ যাতে কার্যকর করা যায়, সেই মর্মে অনুরোধ করা হচ্ছে। এ ছাড়া ১৪ থেকে ১৭ নভেম্বর বন্ধ থাকবে নির্মাণ কাজ। ’