করোনা: কুয়ান্তাস এয়ারলাইন্সের ১০ কোটি ডলার ক্ষতির আশঙ্কা

0

লোকসমাজ ডেস্ক॥ করোনা ভাইরাসের কারণে বড় আর্থিক ক্ষতির বিষয়ে সতর্কতা দিয়েছে অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কুয়ান্তাস । তারা বলেছে, এই ভাইরাস সংক্রমণের কারণে এশিয়ায় সফর মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। এ জন্য কমপক্ষে মে মাসের শেষ নাগাদ এশিয়ায় তারা শতকরা ১৫ ভাগ ফ্লাইট কমিয়ে দিয়েছে। এতে তাদের ক্ষতির পরিমাণ দাঁড়াবে প্রায় ১০ কোটি ডলার। এ অবস্থায় চাকরিচ্যুত করা এড়ানোর জন্য কোম্পানিটি নতুন নিয়োগের পরিকল্পনা বন্ধ রাখছে এবং কর্মীদেরকে ছুটিতে যাওয়ার আহ্বান জানিয়েছে। করোনা সংক্রমণে বিশ্বজুড়ে অর্থনীতির ওপর একটি খারাপ প্রভাব পড়ার বিষয়ে বড় উদ্বেগ দেখা দিয়েছে। ফলে কুয়ান্তাস এয়ারলাইন্সের হিসাবে এই অর্থ বছরে তাদের ক্ষতির পরিমাণ দাঁড়াবে ১৫ কোটি অস্ট্রেলিয়ান ডলার বা ৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। এর প্রধান নির্বাহী অ্যালান জয়সে বলেছেন, করোনা ভাইরাসের কারণে চীনের মূল ভূখন্ডে ফ্লাইট বন্ধ রাখতে হয়েছে।
হংকং, সিঙ্গাপুর এবং জাপানেও চাহিদা কমে এসেছে। দেশের ভিতরেও চাহিদা কমে আসছে। এরই মধ্যে সিডনি থেকে সাংহাইয়ের ফ্লাইট স্থগিত করেছে কুয়ান্তাস। হংকংয়ের সক্ষমতা কমিয়েছে। বন্ধ করেছে সিডনি থেকে বেইজিংয়ের রুট। বেসামরিক বিমান চলাচলের ওপর করোনা ভাইরাসের আরো একটি প্রভাব হলো, এইচএনএ গ্রুপের নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা করছে চীন এবং এই বিমান সংস্থার সব সম্পদ বিক্রি করে দিতে চাইছে।