আইসিসির হল অব ফেমে জয়ার্বধনে-পোলক-ব্রিটিন

0

লোকসমাজ ডেস্ক॥ আইসিসির হল অব ফেমে যুক্ত করা হয়েছে মাহেলা জয়াবর্ধনে, শন পোলক ও জ্যানেট ব্রিটিনকে। রোববার (১৪ নভেম্বর) দুবাইয়ে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের ফাইনালের আগে সাবেক তিন তারকাকে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেবেন ওয়েস্ট ইন্ডিজের টানা দুই বিশ্বকাপ জয়ী অধিনায়ক ক্লাইভ লয়েড। ২০০৯ সালে হল অব ফেম চালু করার পর থেকে এ নিয়ে ১০৬ জন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হলো এ তালিকায়। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মাহেলা জয়াবর্ধনে। ২০০৩ এবং ২০১১ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলেছিলেন তিনি। লঙ্কানদের হয়ে ১৪৯ টেস্টে ৩৪ সেঞ্চুরিতে জয়াবর্ধনের রান ১১৮১৪। ওয়ানডে খেলেছেন ৪৪৮টি। ১৯ সেঞ্চুরিসহ রান করেছেন ১২৬৫০ রান। হল অব ফেমে যুক্ত হয়ে জয়াবর্ধনে বলেছেন, ‘কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ও মুত্তিয়া মুরালিধরনের সঙ্গে শ্রীলঙ্কার অনেক বড় বড় খেলোয়াড়দের পথ অনুসরণ করাটা দারুণ সম্মানের। এ স্বীকৃতি পেয়ে কৃতজ্ঞ আমি। আমার এ ভ্রমণে সহায়তা করা আমার পরিবার, বন্ধু, কোচ, সতীর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কান সমর্থকদের সঙ্গে এ মুহূর্তটা উপভোগ করতে চাই।’
দক্ষিণ আফ্রিকান সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শন পোলকও টেস্ট ও ওয়ানডে দুই সংস্করণেই ৩ হাজার রান ও ৩০০ উইকেটের ডাবল ছোঁয়া প্রথম ক্রিকেটার। দেশের হয়ে এখনো সর্বোচ্চ ৮২৩ উইকেট পোলকের। আইসিসির এ সম্মানে দারুণ উচ্ছ্বসিত পোলক, ‘আমার ক্যারিয়ারের এই স্বীকৃতির জন্য আমি আইসিসিকে ধন্যবাদ জানাতে চাই। গ্রেট সব ক্রিকেটার যারা এরই মধ্যে আইসিসি হল ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের পাশে জায়গা পাওয়া অসাধারণ সম্মানের।’ ইংল্যান্ডের নারী দলের জ্যানেট ব্রিটিন ছিলেন ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য। ১৯৭৯ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ২৭ টেস্ট ও ৬৩ ওয়ানডে খেলেছেন তিনি। নারী ক্রিকেট এগিয়ে নিতে ভূমিকা রেখেছিলেন তিনি। ২০১৭ সালে মাত্র ৫৮ বছর বয়সে মারা গেছেন ব্রিটিন।