মহারাষ্ট্রে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২৬ মাওবাদী নিহত

0

লোকসমাজ ডেস্ক॥ ভারতের মহারাষ্ট্রে গড়চিরৌলিতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কমপক্ষে ২৬ মাওবাদী নিহত হয়েছে। এই ঘটনায় কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এই খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। গড়চিরৌলির পুলিশ সুপার অঙ্কিত গোয়েল বলেন, শনিবার সকাল থেকে গড়চিরৌলির মারদিনতলার কোরচি এলাকায় মাওবাদী খোঁজে তল্লাশি অভিযান চালায় মহারাষ্ট্র পুলিশের বিশেষ কমান্ডো দল ‘সি-৬০’। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য মুন্ডে। এসময় মাওবাদীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তিনি আরও বলেন, ‘অভিযানে এখন পর্যন্ত ২৬ জন মাওবাদীর মরদেহ আমরা উদ্ধার করতে পেরেছি। এখনও তল্লাশি অভিযান চলছে।’ যদিও নিহত মাওবাদীদের পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে ভারতীয় গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে বলছে, নিহতদের মধ্যে একজন শীর্ষ মাওবাদী নেতা রয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ সুপার অঙ্কিত গোয়েল আরও জানান, অভিযানে মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে চার পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে নাগপুর নেওয়া হয়েছে।