দেশের চেয়ে আইপিএলকে গুরুত্ব দিলে এমন তো হবেই!

0

লোকসমাজ ডেস্ক॥ ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট শুরুর পর এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে ছয়টি। কিন্তু এই সময়ের মধ্যে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে কোনো শিরোপাই জিততে পারেনি প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারত। দেশটির সাবেক অধিনায়ক ও কিংবদন্তি অলরাউন্ডার কপিল দেব এর কারণ হিসেবে সেই ‘টি-টোয়েন্টির খেলোয়াড় তৈরি খ্যাত’ আইপিএলকে কাঠগড়ায় তুলেছেন। তার মতে, খেলোয়াড়দের আইপিএল প্রীতি ভারত দলের ব্যর্থতার কারণ। রোববার নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তানের হারের পরেই চলতি বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ভারত। সবশেষ আটটি আইসিসি টুর্নামেন্টের মধ্যে এই প্রথম নকআউট পর্বের আগে ভারতের বিদায়ে বেশ হতাশ কপিল। তার হতাশা ফুটে উঠলো ক্রিকেটারদের নিয়েও।
এবিপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে কপিল বলেছেন, ‘দেশের হয়ে খেলাটাই তো খেলোয়াড়দের কাছে সবচেয়ে গর্বের বিষয়। কিন্তু যখন তারা জাতীয় দলের চেয়ে আইপিএলকে বেশি গুরুত্ব দেয়, তখন কী-ইবা বলার থাকে! আমি জানি না তাদের আর্থিক অবস্থা কেমন। তবু জাতীয় দল আগে এরপর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এটি নিয়ে ভাবা উচিত বোর্ডের।’ আগামী বছর আবারও হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের টুর্নামেন্টের ব্যর্থতার কথা তাই মনে না রেখে সামনে এগোনোর তাগিদ ভারতকে বিশ্বকাপ জেতানো সাবেক এই অধিনায়কের, ‘এবারের বিশ্বকাপে শুধু ভরাডুবিই হয়নি, ভারতীয় দলের বারোটাও বেজেছে। যাই হোক, পরের বিশ্বকাপ নিয়ে ভাবার সময় এসেছে। এখন থেকেই সঠিক পরিকল্পনা নিয়ে এগোতে হবে। আইপিএল ও বিশ্বকাপের মাঝখানে কিছুটা বিরতি থাকা উচিত বলে আমি মনে করি।’