ইবিতে পুলিশ-ছাত্রলীগের বাধায় পণ্ডবিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি

0

ইবি সংবাদদাতা ॥ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জিয়া পরিষদ ও শাখা ছাত্রদল। তবে, র‌্যালি ও আলোচনা সভার কর্মসূচি পুলিশ ও ছাত্রলীগের বাধায় পন্ড হয়ে যায় বলে অভিযোগ জিয়া পরিষদের। এছাড়াও ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জের অভিযোগ করেছেন নেতাকর্মীরা। রোববার বেলা ১১ টায় অনুষদ ভবন থেকে র‌্যালি বের করে জিয়া পরিষদ। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জিয়াউর রহমানের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক দিতে যায়। এসময় উপস্থিত শিক্ষকদের বাধা দেয় পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্মসূচির অনুমতি দিলেও শিক্ষকদের সাথে পুলিশ অশোভন আচরণ করে বলে অভিযোগ পরিষদের নেতাকর্মীদের। পরে ক্যাম্পাস পাশর্^বর্তী শেখপাড়া থেকে মিছিল নিয়ে ভিত্তিপ্রস্তরে ফুল দিতে আসে শাখা ছাত্রদল। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে জিয়া পরিষদকে ফুল দেয়ার অনুমতি দিলেও ছাত্রদলকে বাধা দেয় পুলিশ। ছাত্রদলকে ফুল দেয়ার অনুমতি না দেয়ায় কর্মসূচি বর্জন করে জিয়া পরিষদ। র‌্যালিতে জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. ইদ্রিস আলী, প্রফেসর ড. আলীনুর রহমান, প্রফেসর ড. মিজানুর রহমান, প্রফেসর ড. নজিবুল হক, প্রফেসর ড. এয়াকুব আলীসহ অন্যান্য নেতাকর্মী ও শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে শাখা ছাত্রদল থানা গেইট থেকে মিছিল নিয়ে শেখপাড়ায় গেলে ফের পুলিশি বাধা ও ছাত্রলীগের বাধার মুখে পড়ে। এসময় রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়ির এসআই শামিমের নেতৃত্বে তাদের ওপর লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এছাড়াও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। এতে ছাত্রদলের কর্মসূচি পন্ড হয়ে যায়। এসময় শাখা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন ও যুগ্ম আহবায়ক রোকন উদ্দিন, সালাউদ্দিন রানা, রাফসান শাওন, মো. রাফিজ, তরিকুল ইসলাম সৌরভ, আবু সাইদ, নূরউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। শাখা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহম্মেদ বলেন, ‘পুলিশ আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে ফুল দিতে দেয়নি। আবার আমাদের ওপর লঠিচার্জ করাহয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’ জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিয়েই আমরা প্রোগ্রামের আয়োজন করি। এরপরও পুলিশ আমাদের সাথে খুবই বাজে আচরণ করেছে। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি।’