৩ বছরের শিশু নির্যাতন, কারাগারে সৎ মা সাবিহা

0

লোকসমাজ ডেস্ক॥ রাজধানীর রায়েরবাজারে এক শিশুকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় সৎ মা সাবিহা আকতারকে (২৩) কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. লিটন মাতব্বর সংশ্লিষ্ট থানায় দায়ের করা মামলায় সাবিহা আক্তারকে আদালতে হাজির করেন। আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরবর্তীতে সাবিহা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অস্বীকৃতি জানায়। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মোহাম্মদপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা বিথী আক্তার বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সাত মাস বয়সে মা ছেড়ে চলে যাওয়ার পর দাদীর কাছেই বড় হচ্ছিলো শিশুটি। তার বয়স এখন তিন বছর। মোস্তফা কামাল এর মধ্যে বিয়ে করেন সাবিহাকে। কিছুদিন আগে সন্তানকে কয়েকদিনের জন্য নিজের কাছে নিয়ে যান কামাল। গত ৩১ অক্টোবর বেশ কয়েকবার বমি করলে বিরক্ত হয়ে সাবিয়া খুনতি গরম করে তার শরীরে ছেঁকা দেন। এ ঘটনায় মোস্তফা কামাল নারী ও শিশু নির্যাতন আইনে স্ত্রী সাবিহার বিরুদ্ধে মামলা করেন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) মোহাম্মদপুর থানা পুলিশ রায়েরবাজার এলাকা থেকে সাবিহাকে গ্রেপ্তার করে এবং শিশুটিকে উদ্ধার করে।