২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ১০৩ ডেঙ্গুরোগী

0

লোকসমাজ ডেস্ক॥ রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন করে আরও ১০৩ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকার ৮৯ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ১৪ জন চিকিৎসাধীন। এ নিয়ে বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সক্রিয় রোগীর সংখ্যা ৭০৫ জন। এছাড়া চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯৫ জন মারা গেছেন। শুক্রবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
অধিদপ্তর সূত্রে জানা যায়, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৭০৫ জন ডেঙ্গুরোগীর মধ্যে রাজধানীর সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৫৪৫ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ১৬০ জন। গত ২৪ ঘণ্টায় সারাদেশের হাসপাতালে ভর্তি ১০৩ জনের মধ্যে ঢাকার সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৪৩ জন ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৪৬ জন ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ১৪ জন চিকিৎসাধীন। জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে আজ (৫ নভেম্বর) পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে মোট রোগী ভর্তি হয়েছেন ২৪ হাজার ৩৮০ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ হাজার ৫৮০ জন। বর্তমানে সক্রিয় রোগী আছে ৭০৫ জন। ডেঙ্গরোগীদের মাসওয়ারি হিসাবে দেখা যায়, চলতি বছরের জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন এবং নভেম্বরে এখন পর্যন্ত ৭২৫ জন হাসপাতালে ভর্তি হন। চলতি বছর ডেঙ্গুতে ৯৫ জনের মৃত্যু হয়। মৃতদের মাসওয়ারি হিসাবে জুলাই ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, অক্টোবরে ২২ জন ও নভেম্বরে এখন পর্যন্ত তিনজন মারা গেছেন।