রামপালে পুলিশকে হুমকির ঘটনায় আটক দুইজনকে ছেড়ে দেওয়ায় এলাকায় ক্ষোভ

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালের রাজনগর ইউনিয়নের নির্বাচনে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার ও দায়িত্বরত পুলিশের সাথে অসদাচরণ করায় দুইজনকে আটকের পর রাতে ছেড়ে দেয়ার ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্বায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী করেছ এলাকাবাসী। জানা গেছে, গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাজনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রে শেখ মিজানুর রহমান ওরফে বোমারু মিজান (৬০) ও তার ছেলে তরিকুল ইসলাম তুফান (৩০) ভোটারদের প্রভাবিত করলে তাতে বাঁধা দেয় পুলিশ। বাঁধা দেয়ায় পুলিশের সাথে অদচারণ করেন তারা। পরে পুলিশ তাদেরকে আটক করে। তবে ভোট চলাকালে কোথাও বড় ধরণের অঘটনের খবর পাওয়া যায়নি। ভোট চলাকালে রাস্তাঘাটে পুলিশ, বিজিবি, র্যাবের টহল ছিলো চোখে পড়ার মতো। সেই সাথে ভোট কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সারাক্ষণ মাঠে ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কবীর হোসেন, মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসিফ ইকবাল। দুই ব্যক্তিকে ছেড়ে দেয়ার বিষয়ে রামপাল-মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল এর দৃৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, জেলা পুলিশ সুপার মহোদয় এর নির্দেশনা মোতাবেক তাদের মুসলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে। উল্ল্যখ্য, রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের দুইবারের নির্বাচিত প্রয়াত চেয়ারম্যান সরদার আব্দুল হান্নান ডাবলুর মৃত্যুতে এই ইউনিয়নের ভোট গ্রহণ স্থগিত হয়। এরপর মঙ্গলবার এ ইউনিয়নে পুনরায় ভোট হয়।