ঝিকরগাছার উন্নয়নে জাজ্বল্যমান তরিকুল ইসলাম

0

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) ॥ আধুনিক যশোর উন্নয়নের রূপকার, দক্ষিণবঙ্গের জাতীয়তাবাদী রাজনীতির প্রাণপুরুষ, সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলাম তাঁর সরকারের শাসনামলে ঝিকরগাছা উপজেলায় ভৌত অবকাঠামো উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছিলেন। এসব উন্নয়নের চিত্র এই জনপদের সাধারণ মানুষ এখনো ভুলতে পারেননি। তিনি বিভিন্ন সেতু, কালভার্ট, স্কুল-কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যা আজও সাধারণ মানুষের মাঝে স্মরণীয় হয়ে আছে। আর্থ-সামাজিক উন্নয়নেও তিনি ব্যাপক ভূমিকা রাখেন। উল্লেখযোগ্য উন্নয়নের মধ্যে রয়েছে-চৌগাছা-ঝিকরগাছা সড়ক নির্মাণ, ঝিকরগাছা-বাঁকড়া ১৭ কিলোমিটার সড়ক নির্মাণ, বাঁকড়া-হাড়িখালী ৯ কিলোমিটার সড়ক নির্মাণ, বল্লা-উলাশী সড়ক নির্মাণ, শংকরপুর ফেরিঘাট ব্রিজ নির্মাণ, বাগআঁচড়া-বাঁকড়া সড়ক নির্মাণ, বাঁকড়া বাজার-খোর্দ্দ বাজার সড়ক নির্মাণ, দরগাডিংগী-শিমুলিয়া মুকুন্দপুর সড়ক নির্মাণ, শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজের একাডেমিক দ্বিতল ভবন নির্মাণ, বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড ঝিকরগাছা উপজেলায় ২৪৩২ লাইনের ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ, ঝিকরগাছা প্রেসক্লাবের উন্নয়ন, রঘুনাথনগর কলেজ উন্নয়ন, কপোতাক্ষ নদের উপর বাঁকড়া বাজার ব্রিজ, কপোতাক্ষ নদের উপর উজ্জলপুর-ঝাপা ব্রিজ, শংকরপুর পরিবার পরিকল্পনা অফিস, হরিদ্রাপোতা হাইস্কুলের ভবন নির্মাণ, বোধখানা দাখিল মাদ্রাসা, বাঁকড়া হাইস্কুলের একটি ভবন, বাঁকড়া ইউনিয়ন পরিষদ, মাটিকোমরা হাইস্কুলের ভবন, সোনাকুড় জাকারিয়া দাখিল মাদ্রাসার উন্নয়ন, মুকুন্দপুর প্রাথমিক বিদ্যালয় ভবন, মুকুন্দপুর মাদ্রাসা, মাটশিয়া হাইস্কুল, মহেশপাড়া, হাজিরবাগ ও বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ। এছাড়াও তিনি উপজেলার অসংখ্য হাইস্কুলের নতুন বিল্ডিংসহ বিভিন্ন কাঁচা ও পাকা রাস্তা, ছোট-বড় অসংখ্য ব্রিজ, কালভার্ট নির্মাণে অসামান্য অবদান রেখেছিলেন। জননেতা তরিকুল ইসলাম ধারাবাহিক এসব উন্নয়নে ঝিকরগাছাবাসীর দাবির প্রেক্ষিতে উপজেলাকেও গুরুত্বের সাথে নিয়েছিলেন। তিনি আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, হাঁস-মুরগী গবাদি পশু পালনসহ দারিদ্র্য বিমোচনে সরকারি কর্মসূচি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করেছিলেন। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি তিনি মুক্তিযোদ্ধা ভাতা, ভিজিডি, ভিজিএফ, বয়স্কভাতা, বিধবাভাতা প্রদানে উপকার ভোগীদের প্রাপ্য নিশ্চিত করতে ছিলেন খুবই আন্তরিক। উল্লেখ্য, বিএনপি সরকার আমলে ঝিকরগাছায় উন্নয়নমূলক কাজের অধিকাংশ ফলক বর্তমান ক্ষমতাসীন সরকার দলীয়রা ভেঙ্গে দিয়েছে বলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন।