যশোরে সনাকের মানববন্ধন

0

যশোরে সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে রবিবার প্রেস ক্লাব যশোরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন (কপ-২৬) উপলক্ষে কয়লাভিত্তিক জ¦ালানি ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য জ¦ালানি প্রসার ও প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের দাবিতে রবিবার এ মানববন্ধন পালিত হয়।
সনাক সভাপতি অধ্যাপক সুকুমার দাসের উপস্থিতিতে মানববন্ধনে বক্তব্য দেন সনাক সদস্য প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, পরিবেশবিদ অধ্যাপক সোলজার হোসেন , অধ্যক্ষ শাহিন ইকবাল , আইইডি-যশোর এর উন্নয়ন কর্মকর্তা কিশোর কুমার কাজল, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি ও সুরধুনী সভাপতি হারুন অর রশিদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু , অ্যাড. সৈয়দা মাসুমা বেগম ও টিআইবির ইয়েস মেম্বার সাবরিনা আফরোজ মেঘলা। বিজ্ঞপ্তি