আজ বিশিষ্ট নাট্যজন শ্যামল অধিকারির মৃত্যুবার্ষিকী

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ আজ রবিবার কেশবপুরের বিশিষ্ট নাট্যজন ও শিখরী নটন সম্প্রদায়ের পরিচালক এবং পাঁজিয়ার অমর একুশে বইমেলার প্রবর্তক শ্যামল অধিকারির প্রথম মৃত্যুবার্ষিকী। দিবসটি পালনের ল্েয স্মরণ অনুষ্ঠান উদযাপন পরিষদের উদ্যোগে বিকাল ৪ টায় সাতাইশকাটি মোড়ে স্মরণসভা, নীরবতা পালন, নাটক ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অপরদিকে ২ মার্চ ঢাকা শিখরী নটন সম্প্রদায়ের উদ্যোগে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে সংগঠনের মহাসচিব কৌতুক অভিনেতা উত্তম অধিকারি জানিয়েছেন।