গাঁজাসহ এক যুবক আটক মোরেলগঞ্জে

0

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে রাজু তালুকদার (২৪) নামে এক যুবককে গাঁজাসহ আটক করেছে পুলিশ। রাজু তালুকদার ধানসাগর গ্রামের বাচ্চু তালুকদারের ছেলে। রোববার বিকেলে পুলিশ পল্লীমঙ্গল এলাকায় তার বাবা বাচ্চু তালুকদারের দোকানের সামনে থেকে তাকে আটক করে। তার কাছ থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মোরেলগঞ্জ থানা পুলিশের ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, আটক রাজু ক্ষুদ্র ব্যবসার আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছে। তার কিরুদ্ধে থানায় মামলা হয়েছে।