হৃদরোগ হাসপাতালে পানি সংকট

0

লোকসমাজ ডেস্ক॥ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দুই দিন ধরে চলছে তীব্র পানির সংকট। এ কারণে দুর্ভোগে পড়েছেন এখানকার চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও রোগীরা। আপাতত বিকল্প পন্থায় পানির ব্যবস্থা করে চাহিদা মেটাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। দুই-তিন দিনের মধ্যে এই সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কিডনি হাসপাতাল এবং ওয়াসার গাড়িতে করে পানি আনা হচ্ছে। কিন্তু আমাদের এখানে প্রচুর চাহিদা, প্রতিদিন এক লাখ গ্যালন দরকার হয়। আজ ৫০ গাড়ি পানি আনা হয়েছে। রাতের মধ্যে টাঙ্কি ভরা হবে। এভাবেই আপাতত সরবরাহ অব্যাহত থাকবে।’
সংকট কেন দেখা দিলো জানতে চাইলে পরিচালক উল্লেখ করেন, হাসপাতালের ডিপ টিউবওয়েলটি ১৬ বছর আগে বসানো হয়েছিল। গণপূর্ত বিভাগ তাদের জানিয়েছে, যে ডিপে সেটি বসানো হয় সেখান থেকে এখন আর পানি পাওয়া যাচ্ছে না। আরও প্রায় একমাস আগে কাজ শুরু হয়েছে দাবি করেন অধ্যাপক মীর জামাল উদ্দিন। তার কথায়, ‘আরেকটি টিউবওয়েল বসানোর কাজ প্রক্রিয়াধীন। একইসঙ্গে হঠাৎ আগের টিউবওয়েল বিকল হয়ে যাওয়ায় আমাদের সমস্যা হয়েছে। তবে এখন ওয়াসা ও পিডব্লিউডি সবাই মিলে কাজ করছি। আমাদের আশা, দ্রুত এই সমস্যার সমাধান হবে। বিকল্প পন্থায় পানি সরবরাহ করা দরকার হবে আরও এক-দুই দিন।’ পানি সমস্যার স্থায়ী সমাধান কী? অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিনের উত্তর, ‘অকেজো হয়ে পড়া ডিপ টিউবওয়েলের পরিবর্তে আরেকটি টিউবওয়েল বসানোর কাজ চলছে। সেজন্য আরও কিছুদিন সময় লাগবে।’