৪৩তম বিসিএসের প্রিলিতে অনুপস্থিত প্রায় সোয়া লাখ পরীক্ষার্থী

0

লোকসমাজ ডেস্ক॥ ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় এক লাখ ২১ হাজার ২৬০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। শুক্রবার (২৯ অক্টোবর) দেশের আটটি বিভাগের সব পরীক্ষা কেন্দ্রের উপস্থিতির চিত্রে এমন তথ্য জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির দেওয়া তথ্য অনুযায়ী, ৪৩তম বিসিএসে আবেদন করেছিলেন চার লাখ ৪২ হাজার ৮৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন তিন লাখ ২১ হাজার ৫৭২ জন। এ হিসাবে পরীক্ষার অংশ নেননি এক লাখ ২১ হাজার ২৬০ জন পরীক্ষার্থী। পরীক্ষার সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে পিএসসির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ বছরের ১৯ মার্চ ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ৯৯ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ওই বিসিএসসে আবেদন করেছিলেন চার লাখ ৪ হাজার ৫১৩ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিন লাখ চার হাজার ৯০৭ জন। অনুপস্থিত ছিলেন ৯৯ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী।