দীর্ঘ সময় পর

0

লোকসমাজ ডেস্ক॥ প্রায় এক দশক আগে শুটিং হয়েছিল এক সময়ের চিত্রনায়িকা রোমানা অভিনীত সিনেমা ‘এ দেশ তোমার আমার’। বিভিন্ন জটিলতায় আটকে ছিল ছবিটি। এবার এই দীর্ঘ সময় পর সিনেমাটি আলোর মুখ দেখছে। এফ আই মানিক পরিচালিত সিনেমাটি আগামী ৫ই নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। আর এর মাধ্যমে দীর্ঘ সময় পর প্রেক্ষাগৃহে আসছে রোমানার ছবিও। এতে ডিপজলের সহশিল্পী হিসেবে দেখা যাবে এ নায়িকাকে। দেশপ্রেমভিত্তিক সিনেমাটিতে আরও অভিনয় করেছেন দুই প্রয়াত তারকা পারভীন সুলতানা দিতি ও মিজু আহমেদ। অনেক দিন ধরেই রোমানা যুক্তরাষ্ট্রে রয়েছেন।
যুক্তরাষ্ট্রে ওয়েস্ট নাইল ভাইরাস আতঙ্ক, নেই প্রতিকার
সেখানে ব্যস্ত রয়েছেন স্বামী, সন্তান ও সংসার নিয়ে। এ নায়িকা বলেন, ১০ বছর আগে আমি নাটকে এবং সিনেমাতে নিয়মিত কাজ করতাম। এই ছবিতে কাজ করার অভিজ্ঞতাটাও বেশ ভালো ছিল। দর্শকের কাছে অনুরোধ থাকবে ‘এ দেশে তোমার আমার’ সিনেমাটি হলে গিয়ে যেন দেখেন। এটা দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার সিনেমা। এদিকে, সিনেমাটি নিয়ে এর প্রযোজক ও অভিনেতা ডিপজল বলেন, সমাজ, পরিবার সর্বোপরি দেশের কল্যাণের দায়বোধ থেকে সিনেমাটি নির্মিত হয়েছে। আমরা চেষ্টা করেছি দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি বিভিন্ন অনিয়ম সম্পর্কে সচেতনতামূলক একটি মেসেজ দিতে। আশা করি, দর্শক একটি ভালো সিনেমা দেখতে পাবেন। এর আগে গত ১৬ই সেপ্টেম্বর সেন্সর ছাড়পত্র পায় ‘এ দেশ তোমার আমার’। এরই মধ্যে প্রকাশ পেয়েছে ট্রেলার।