ঝিকরগাছা ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে ১২, সদস্য পদে ২৬ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

0

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ আসন্ন আগামী ১১ নভেম্বর দ্বিতীয়ধাপে যশোরের ঝিকরগাছা উপজেলার ১১ ইউনিয়নে নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করার সময় মঙ্গলবার শেষ হয়েছে। শেষদিন পর্যন্ত ১১ ইউনিয়নে চেয়ারম্যানপদে ১২ জন, সংরক্ষিত মহিলা সদস্যপদে ১ জন ও সাধারন সদস্যপদে ২৬ জন তাদের মনোনয়নপত্র পত্যাহার করেছেন। প্রত্যাহারকৃতরা হলো, চেয়ারম্যান পদে মাগুরা ইউনিয়নে সতন্ত্রপ্রার্থী রেফেজ উদ্দিন, আজিজুর রহমান ও ৪নং ওয়ার্ডের সাধারন সদস্য পদপ্রার্থী কিসমত আলী। শিমুলিয়া ইউনিয়নে আওয়ামীলীগের সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী তরিকুল ইসলাম, সাধারন সদস্য পদপ্রার্থী ৩নং ওয়ার্ডের তোফাজ্জেল হোসেন, ৪নং ওয়ার্ডের তুহিন রেজা, ৫নং ওয়ার্ডের তাজউদ্দিন ও আনারুল ইসলাম ও ৬নং ওয়ার্ডের আলমগীর হোসেন। পানিসারা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রাজ্জাক রাজু, মনিরুল ইসলা ও মীর বাবরজান বোরন এবং ৮নং ওয়ার্ডের সদস্য ইমদাদুল মোড়ল ও ৯নং ওয়ার্ডের মজনু হোসেন। ঝিকরগাছাসদর ইউনিয়নে চেয়ারম্যানপদে কামাল হোসেন, সদস্যপদে ২নং ওয়ার্ডের শিমুল হোসেন, ৮নং ওয়ার্ডের নাজমুল হাসান মুন্না ও সংরক্ষিত মহিলা সদস্য ১,২,৩ ওয়ার্ডের হালিমা বেগম। নাভারন ইউনিয়নে চেয়ারম্যান পদে আওরজ্ঞজেব, নির্বাসখোলা ইউনিয়নে চেয়ারম্যানপ্রার্থী এড.মাহবুবুল আলম, ইউপি সদস্যপদে ১নং ওয়ার্ডের এনামুল হক ও ইব্রাহিম খলিল, ৮নং ওয়ার্ডের আবু হুরাইরা সুজন। হাজিরবাগ ইউনিয়নে চেয়ারম্যান পদে সোহরাব হোসেন, ১নং ওয়ার্ডের সদস্য পদে জাহির হোসেন, ২নং ওয়ার্ডের কামরুজ্জামান ও আব্দুর রাজ্জাক, ৬নং ওয়ার্ডের আমিনুর রহমান, ৮নং ওয়ার্ডের সবুজ হোসেন, ওয়ালিল্লাহ টিটু, মোশারফ হোসেন, তুষারুল ইসলাম ও মাহজারুল ইসলাম। শংকরপুর ইউনিয়নে সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার ফয়জুর রহমান ও শরিফুল ইসলাম, ৪নং ওয়ার্ডের সদস্য পদে উজ্জল হোসেন ও ৫নং ওয়ার্ডের সদস্যপদে আঃ রাজ্জাক। এছাড়া বাঁকড়া ইউনিয়নে ৫নং ওয়ার্ডের সাধারন সমস্যপদে মশিয়ার রহমান ও ৮নং ওয়ার্ডের সদস্য পদে আব্দার রশিদ মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানাগেছে। ফলে আগামী ১১ নভেম্বর ঝিকরগাছা উপজেলার ১১ ইউনিয়নে পরিষদ নির্বাচনে ৪৭ জন চেয়ারম্যান, ১শত ১৭ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৪ শত ৩০ জন সাধারন সদস্য ভোট যুদ্ধে লড়বেন।