বেগম খালেদা জিয়া বিপদমুক্ত: মির্জা ফখরুল

0

লোকসমাজ ডেস্ক॥ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘বিপদমুক্ত’ বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ঢাকার এভার কেয়ার হাসপাতালে থাকা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিভিন্ন খবর ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপারসনের অসুস্থতা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘তিনি বিপদমুক্ত। সি ইজ আউট অব ডেনজার। কোনো রকম বিপদের সম্ভাবনা নেই বলে চিকিৎসকরা মনে করেন’।
সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসনের বায়োপসি হয়েছে এবং তাতে কোনো সমস্যা হয়নি। তিনি বলেন, ‘উনার শরীরের এক জায়গায় ছোট একটা লাম্প আছে। যেহেতু পরীক্ষা করা প্রয়োজন। এই লাম্পের নেচার অব অরিজিন জানতে হলে বায়োপসি করা প্রয়োজন। সেজন্য আজকে উনার সেই ছোট একটা বায়োপসি করতে উনাকে ওটিতে (অপারেশন থিয়েটার) নিয়ে সেটি করা হয়েছে’। ডা. জাহিদ হোসেন বলেন, ‘বায়োপসি পরবর্তীতে মহাসচিব যেটা বললেন, উনি সুস্থ আছেন। উনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করতে পেরেছেন, উনার খোঁজ নিয়েছেন। উনার ছোট ভাই শামীম এস্কান্দার সাহেব ও মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানের সঙ্গেও উনি কথা বলেছেন’। এ সময় মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার যে কোনো পরিস্থিতির জন্য শতভাগ সরকারকেই দায় নিতে হবে।