চৌগাছায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট: কোর্য়াটার ফাইনালের শেষ খেলায় ৪-১ জয় পুড়াপাড়া বাজার ব্যবসায়ী সমিতির

0

মুকুরুল ইসলাম মিন্টু চৌগাছা (যশোর) ॥ জমে উঠেছে যশোরের চৌগাছার সুখপুকুরিয়া ফুটবল একাদশের আয়োজনে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট। শনিবার অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের কোর্য়াটার ফাইনালের শেষ খেলা। এ খেলায় পুড়াপাড়া বাজার একতা ব্যবসায়ী সমিতি ফুটবল একাদশ পেটভরা ফুটবল একাদশকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে সেমির টিকিট নিশ্চিত করেছে। খেলায় নাইজেরিয়ান একাধিক খেলোয়াড়সহ ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন ক্লাবের নামকরা সব খেলোয়াড়ের আগমন ঘটে।
শনিবার বিকেল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হয় সুখপুকুরিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের শেষ কোয়াটার ফাইনাল। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে খেলায় অংশ নেয় পেটভরা ফুটবল একাদশ ও পুড়াপাড়া বাজার একতা ব্যবসায়ী সমিতি ফুটবল একাদশ। উভয় দলে দেশের বিভিন্ন ক্লাবের নামকরা সব খেলোয়াড়ের দেখা মেলে। খেলার প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে গোল পেতে যেন মরিয়া হয়ে উঠে দুই দলের খেলোয়াড়রা। ১৩ মিনিটে পেটভরা ফুটবল একাদশের খেলোয়াড় ডিবক্্ের হ্যান্ডবল করায় প্লান্টি পাই পুড়াপাড়া বাজার ব্যবসায়ী সমিতি। নাইজেরিয়ান খেলোয়াড় সানডে গোল করে দলকে ১-০ তে এগিয়ে নেয়। এরপর দ্বিতীয়ার্ধের ১৫, ১৮ ও ২২ মিনিটে পুড়াপাড়া ফুটবল দল পরপর ৩ গোল করে ৪-০ তে এগিয়ে যায়। খেলার শেষ বাঁশি বাজার ২ মিনিট আগে পেটভরা ফুটবল দল একটি গোল করে গোলের ব্যবধান কমাতে সক্ষম হলেও পরাজয় ঠেকাতে পারেনি। এই জয়ে পুড়াপাড়া বাজার একতা ব্যবসায়ী সমিতি ফুটবল দল সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন।
পুড়াপাড়া বাজার একতা ব্যবসায়ী সমিতি ফুটবল একাদশে বিদেশি খেলোয়াড়সহ দেশের বিভিন্ন ক্লাবের খেলোয়াড়রা অংশ নেয়। তারা হলেন ঢাকার উত্তরা ফ্রেন্ডস ক্লাবের সাহারিয়া সুজন, একই ক্লাবের মুজাহিদ, ঢাকা পূর্বাঞ্চল পরিষদের মিঃ চাঁদ, সিটি ক্লাবের সুমন হোসেন, ওয়ারি ক্লাবের রিংকু, ঢাকা সিটি এফসি’র শামীম, টাঙ্গাইল ফুটবল একাডেমির হিমেল, রহমতগঞ্জ এফসি’র সানডে, মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের আব্বাস, চট্টগ্রাম আবাহনীর দারুস এবং ঢাকা উত্তরা ফুটবল ক্লাবের হান্নান ওরফে জিকে কিসার। আগামী মঙ্গলবার টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এ খেলায় অংশ নিবে আন্দুলিয়া ফুটবল একাদশ বনাম হাকিমপুর ফুটবল একাদশ।