কোটচাঁদপুরে বিএনপি নেতার পিতার মৃত্যু

0

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ আলীর পিতা বিশিষ্ট সমাজসেবক ইসাহাক আলী (৮৫) ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে তিনি বিদ্যাধরপুর গ্রামে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রীী, ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ জোহর নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে আশরাফ আলীর পিতার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য আবু বক্কর বিশ্বাস, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সম্পাদক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক হারুন-অর রশিদ. পৌর বিএনপির সভাপতি সালাউদ্দীন বুলবুল সিডল, সাধারণ সম্পাদক আবুর কাশেম ও সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু।