পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে যশোরে ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) দিবস উপলক্ষে যশোর জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশেষ এই দিনটি উপলক্ষে বাদআসর শহরের মাইকপট্টি বাইতুস সালাম জামে মসজিদে এই দোয়া মাহফিল হয়। বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর রহমত, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ, রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।