সাকিবের সঙ্গে দেখা করতে মুখিয়ে পিএনজি তারকা

0

লোকসমাজ ডেস্ক॥ আজ বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে পাপুয়া নিউগিনি। এরই মধ্যে দুই ম্যাচে হেরে যাওয়ায় বিশ্বকাপ থেকে প্রায় একপ্রকার নিশ্চিত তাদের। তবে কাগজে কলমে সুপার টেনে যাওয়ার সম্ভাবনা এখনও বাকি রয়েছে পিএনজির। সেই সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে দেখা করতে ও কথা বলতে মুখিয়ে রয়েছেন পিএনজির তারকা অলরাউন্ডার চার্লস আমিনি। ক্রিকেটীয় পরিবার থেকে উঠে আসা আমিনি নিজের খেলার ব্যাপারে কথা বলতে চান সাকিবের সঙ্গে।
ম্যাচের আগেরদিন আমিনি বলেছেন, ‘আমি সাকিবের মতো ক্রিকেটারের সঙ্গে দেখা করতে ও কথা বলতে চাই। সে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। আমি জানতে চাই সে কীভাবে নিজের খেলার পরিকল্পনা সাজায়, নিজের খেলার ব্যাপারে কী ভাবে।’ তিনি আরও যোগ করেন, ‘খেলায় ভালো করার জন্য কী কী করা জরুরি তা জানতে চাই সাকিবের কাছ থেকে। সেও আমার মতো বাঁহাতি ব্যাটার। আমি তার রুটিন সম্পর্কেও জানতে চাই। যত বেশি সম্ভব শিখতে চাই। এটা দারুণ অভিজ্ঞতাই হবে।’ পিএনজির হয়ে প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৩৭ ও ১ রান করেছেন আমিনি। সবমিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৩ ম্যাচে ৩৭৭ রান ও ১৯ উইকেট শিকার করেছেন তিনি। বিশ্বকাপের মতো মঞ্চে ভালো করলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে যে সুযোগ পাওয়া যেতে পারে, সে ব্যাপারেও সজাগ আমিনি। তার ভাষ্য, ‘আমার মতে, পিএনজির ক্রিকেটে যেমন মনোযোগ ও আকর্ষণ প্রয়োজন, তা এখানে পাওয়া যাচ্ছে। আমার বিশ্বাস কেউ যদি ভালো করতে পারে, তাহলে এক ম্যাচই যথেষ্ট সব বদলে দিতে। আমরা এদিকেই তাকিয়ে আছি। এটাই বিশ্ব মঞ্চে আকর্ষণ পাওয়া বড় উপায়।’