পিতাকে মারধর, ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শা উপজেলার রাড়ীপুকুর এলাকায় পিতাকে মারধর এবং টাকা লুটের অভিযোগে মাদক ব্যবসায়ী কুলাঙ্গার ছেলের বিরুদ্ধে সোমবার আদালতে মামলা করেছেন মা মাহমুদা খাতুন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুদ্দীন হোসাইন অভিযোগ আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। অভিযুক্ত মাদক ব্যবসায়ীর নাম ইমরান হোসেন স্বপন। তিনি রাড়ীপুকুর এলাকার হানিফ আলী সরদারের ছেলে। মাহমুদা খাতুন মামলায় উল্লেখ করেছেন, স্বপনের পিতা একজন কৃষক। কয়েক বছর আগে ব্যবসার কথা বলে সে তাদের কাছ থেকে ৬ লাখ টাকা নেয়। এই টাকা সে মাদক ব্যবসায় লগ্নি করে পুলিশের হাতেও আটক হয়। পরে জামিনে বেরিয়ে এসে সে পিতার কাছে ফের টাকা দাবি করে। এ জন্য সে তার পিতাকে হুমকি দিয়ে আসছিলো। গত ১৫ অক্টোবর স্বপন টাকার দাবিতে তার পিতাকে বেদম মারধর করে। এ সময় সে মালামাল ভাংচুর ও ঘরে থাকা গরু বিক্রির ১ লাখ ৫ হাজার টাকা লুট করে নেয়। এরপর সে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে পিতা ও মা দুজনকে খুন করবে বলে হুমকি দিয়ে চলে যায়। ফলে সন্তানের কারণে নিরাপত্তার অভাব বোধ করায় মাহমুদা খাতুন আদালতের আশ্রয় নিয়েছেন।