মোংলায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোংলা উপজেলায় অজ্ঞাত পরিচয় যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা ও পুলিশ জানায়, উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাইনমারি এলাকায় রবিবার ভোরে স্থানীয়রা রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ সেখান থেকে মরদেহটি উদ্ধার করে। পুলিশের চাঁদপাই ইউনিয়নের বিট অফিসার হাদীউজ্জামান খান বলেন, অজ্ঞাত পরিচয় এ মরদেহের কানের ওপরে আঘাতের চিহ্ন রয়েছে। মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘শুনেছি লোকটি ভবঘুরে পাগল টাইপের। সে রাতের অন্ধকারে রাস্তার ওপরে চলমান নসিমনের ধাক্কায় মারা গিয়ে থাকতে পারে। ময়না তদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’