কপিলমুনিতে মুক্তিযোদ্ধা স্মৃতি কমপ্লেক্সের জায়গা নিয়ে বিরোধ নিষ্পত্তি

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ অবশেষে পাইকগাছার কপিলমুনিতে মুক্তিযোদ্ধা স্মৃতি কমপ্লেক্সের জায়গা নিয়ে বিরোধ নিষ্পত্তি হয়েছে। খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) কে সাথে নিয়ে বিরোধ নিষ্পত্তি করেন। জানা গেছে, খুলনার কপিলমুনি কপোতাক্ষ বাইপাস সড়কের পাশে মুক্তিযোদ্ধা স্মৃতি কমপ্লেক্স নির্মাণের জায়গা নির্ধারণ করে প্রশাসন। ২০২০ সালের ৯ ডিসেম্বর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তবে, এই জায়গা নিয়ে উপজেলা প্রশাসন ও স্থানীয় একটি পক্ষের মধ্যে প্রায় এক বছর ধরে বিরোধ চলে আসছিল। এ কারণে আজ পর্যন্ত কোন কার্যকরী পদক্ষেপ নিতে পারেনি কর্তৃপক্ষ। অবশেষে স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর হস্তক্ষেপে গত শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম ও সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার হক বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেন। তারা দু’পক্ষকে এক জায়গায় বসিয়ে সমস্যার সমাধান করেন। ফলে রোববার থেকে সংশ্লিষ্ট ঠিকাদার কমপ্লেক্সের কাজ শুরু করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবল মন্টু, ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দীন ফিরোজ বুলু, উপ-পুলিশ পরিদর্শক এফএম মোস্তাফিজুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. কওসার আলী জোয়ার্দ্দার, লতা ইউপি চেয়ারম্যান কাজল বিশ্বাস ও পূজা কমিটির সভাপতি সমীরন সাধু। সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেন, ‘অনেক চেষ্টা করে সকলকে বুঝিয়ে অবশেষে ভবনের কাজ শুরু করতে পেরেছি। রোববার ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেছে।’