অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার ॥ অতিরিক্ত মদপানে প্রবীর হালদার (২৩) নামে এক যুবক মৃত্যুবরণ করেছেন। দুর্গাপূজা শেষে যশোর শহরে এসে মদ পান করলে তার মৃত্যু হয়। মৃত প্রবীর হালদার যশোরের কেশবপুর উপজেলার নারায়ণপুর গ্রামের কালুলালের পুত্র। যশোর শহরের নিউবেজপাড়ায় পলু সিকদারের বাসায় ৪ তলায় কয়েকজন বন্ধুর সাথে ভাড়া থাকতেন প্রবীর হালদার।
তার মাতা সবিতা রাণী জানিয়েছেন, প্রবীর বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করতো। গ্রামের বাড়িতে দুর্গাপূজার উৎসব শেষ করে ১৬ অক্টোবর দুপুরে শহরের ভাড়া বাসায় আসে। এরপর কি হয়েছে তা জানেন না সবিতা রাণী। পুলিশ ও তার বন্ধুরা জানিয়েছেন, ১৬ অক্টোবর রাতে অতিরিক্ত মাত্রায় মদ পান করলে প্রবীর হালদার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রাত ২টার পর তাকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে গতকাল সকালে তার মৃত্যু হয়।