অভয়নগরে বাউবির আঞ্চলিক পরিচালকের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ অভয়নগর উপজেলায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিএ এবং বিএসএস পরীক্ষা-২০১৯-এর পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাউবি যশোরের আঞ্চলিক পরিচালক বিষ্ণুপদ ভৌমিক। শুক্রবার সকালে অনুষ্ঠিত বিএ প্রোগ্রামের ইংরেজি বিষয়ের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে এবং স্বাস্থ্যবিধি মেনে গ্রহণ করায় কেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ বিশ্বজিৎ পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ এসএম রবিউল ইসলাম, প্রভাষক শহর আলী ও নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এসএম ফারুক আহমেদ। পরীক্ষা কেন্দ্রসূত্রে জানা যায়, ইংরেজি বিষয়ের পরীক্ষায় ১১৫জন পরীক্ষার্থীর মধ্যে ৫৬জন পরীক্ষার্থী এ বিষয়ের পরীক্ষায় অংশ নেন। দুপুরে বাউবির আঞ্চলিক পরিচালক বিষ্ণুপদ ভৌমিক অভয়নগর উপজেলায় এসএসসি প্রোগ্রামের স্ট্যাডি সেন্টার নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রটিও পরিদর্শন করেন। তিনি স্ট্যাডি সেন্টারের শিক্ষকসহ আগত শিক্ষার্থীদের সাথে বয়োজ্যেষ্ঠ ও ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষাদান, সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে বাউবির নানাবিধ উদ্যোগ গ্রহণের বিষয়ে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় বক্তব্য রাখেন, শিক্ষক এসএম ফারুক আহমেদ, শেখ গোলাম রব্বানী, সাংবাদিক এমএম আলাউদ্দিন, শিক্ষার্থী মোফাজ্জল হোসেন প্রমুখ।