পাইকগাছায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছার চাঁদখালীর ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যানের নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শুক্রবার জুম্মা নামাজ শেষে গজালিয়া জামে মসজিদের সামনে প্রধান সড়কের উপর এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, নব-নির্বাচিত ইউপি সদস্য আব্দুল্লাহ সরদার, সাবেক ইউপি সদস্য লুৎফর রহমান, অহেদুজ্জামান ভুট্টো, সাব্বির হোসেন, সামছুর রহমান প্রমুখ। মানব বন্ধনে বক্তারা বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও ২০ সেপ্টেম্বর নির্বাচনে পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী মুনছুর আলী গাজী স্থানীয় মিজানের স্ত্রীকে দিয়ে এ মামলা করে হয়রানি করছে। প্রসঙ্গত, গত বুধবার সকালে চাঁদখালী বাজারে মাংস বিক্রি নিয়ে কসাই মিজানের সাথে এক ক্রেতার কথা কাটাকাটির এক পর্যয়ে মারপিটের ঘটনা ঘটে। বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার জন্যে মিজানের স্ত্রীকে দিয়ে নব-নির্বাচিত চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াসকে হুকুমের আসামি করে ৬ জনের নামে আদালতে মামলা করা হয়েছে। এর প্রতিবাদে ও মামলা প্রত্যাহার দাবিতে এই মানববন্ধন হয়।