বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে বিপুল ভারতীয় পণ্য জব্দ

0

বেনাপোল (যশোর) সংবাদদাতা ॥ বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে পাসপোর্ট যাত্রীর ফেলে যাওয়া ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্যের একটি চালান জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম-কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, পাসপোর্টধারী লাগেজ পার্টির সদস্যরা বিপুল পরিমান ভারতীয় পণ্য নিয়ে দেশে প্রবেশ করছে এমন তথ্য গোপনে জানা যায়। এরই ভিত্তিতে কাস্টমসের একটি টিম চেকপোস্টে অভিযান চালিয়ে ওই পণ্য জব্দ করে। তবে, কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায় ল্যাগেজ পার্টির সদস্যরা। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, চকলেট ও কসমেটিক্স। যার মূল্য ৭ লাখ টাকা বলে তিনি জানান। আটক পণ্য বেনাপোল কাস্টমস হাউজে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।