ঝিকরগাছার অদিতি বঙ্গবন্ধু শিশু কিশোর চিত্রাঙ্কনে ‘গ’ বিভাগে দ্বিতীয়

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘গ’ বিভাগে সারা দেশের মধ্যে দ্বিতীয় হয়েছে ঝিকরগাছার শিক্ষার্থী অদিতি সিংহ। সে ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের একজন ছাত্রী। গত ২৮ সেপ্টেম্বর প্রধান মন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে তার হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন প্রধান মন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। রাজধানীর মতিঝিল ডেইলি অবজারভার মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। অতিদি সিংহ ঝিকরগাছা বাজারের স্বর্ণ ব্যবসায়ী মৃত্যুঞ্জয় সিংহ ও লিপি সিংহের একমাত্র মেয়ে।এর আগেও সে নানা পুরস্কার অর্জন করেছে। বিদ্যালয়ের ধারাবাহিক সাফল্যে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. আহাছান উদ্দিন ও পরিচালনা পর্ষদের সভাপতি মো. নুরুল আমিন দুদু।