আড়ংঘাটায় ব্যাংকারের বিরুদ্ধে সরকারি দুটি গাছ কেটে নেয়ার অভিযোগ

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনা নগরীর আড়ংঘাটা থানা এলাকায় সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে এক ব্যাংকারের বিরুদ্ধে।স্থানীয়রা জানিয়েছেন, তেলিগাতী বাইপাস সড়কের কুয়েট লিংক রোর্ডের পাশের সরকারি দুটি বড় গাছ শুক্রবার সকালে জনতা ব্যাংক খুলনার নুরনগর শাখার সিনিয়র অফিসার শেখ জাহিদ ইকবাল কেটে নিয়েছেন। দুপুরে সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হলে গাছ কাটা বন্ধ করে গাছের একটি অংশ ভ্যানে করে দ্রুত সরিয়ে ফেলেন তিনি। এ সময় অভিযুক্ত জাহিদ ইকবাল সাংবাদিকদের জানান, থানার ওসি সাহেবকে জানিয়ে পুলিশ বক্রা নির্মাণের জন্য গাছগুলো কাটা হয়েছে। এ বিষয়ে আড়ংঘাটা থানার ওসি রেজাউল করিম বলেন, সরকারি গাছ কাটার অনুমতি আমি দিতে পারি না। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিভাগীয় বন কর্মকর্তা এনামুল হক বলেন, শুনেছি স্থানীয় এক ব্যক্তি থানার দায়িত্বশীল ব্যক্তিকে অবহিত করে পুলিশ বক্রা অথকা গোলচত্বর নির্মাণের জন্য গাছগুলো কেটেছেন। আমরা গাছ উদ্ধার করে জব্দ করেছি এখন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে সড়ক ও জনপথ বিভাগ।