সোনাক্ষীর প্রথম প্রেম

0

লোকসমাজ ডেস্ক॥বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এক সাক্ষাৎকারে প্রথম প্রেম নিয়ে স্মৃতিচারণ করেছেন এই অভিনেত্রী।
স্কুল জীবনেই প্রথম প্রেমে পড়েছিলেন ‘দাবাং’ অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার মতে, এটি অনেকটা প্রথম প্রেমের মিষ্টি অনুভূতি ছিল। সম্ভবত স্কুলে। আমার বয়স তখন ১৪ অথবা ১৫। টমবয় ছিলাম এজন্য অনেকেই আমাকে পছন্দ করতো না। কিন্তু এক বেচারা আমাকে পছন্দ করতে শুরু করে। এরপর আমিও বলি, ঠিক আছে, আমিও তোমাকে পছন্দ করি। স্কুল শেষ, সেই সম্পর্কও শেষ।’
তবে প্রথম প্রেম মজার ছলে হলেও পরে সত্যিকারের প্রেমে পড়েছিলেন সোনাক্ষী। এই অভিনেত্রীর ভাষায়, ‘আমার বয়স যখন ২১ অথবা ২২ তখন সত্যিকারের প্রেমে পড়েছিলাম। অনেকদিনের সম্পর্ক। পাঁচ বছরের বেশি সময় টিকেছিল।’
সোনাক্ষী আরো বলেন, ‘আমার মতে, প্রত্যেক সম্পর্ক থেকে শিক্ষা নেওয়া গুরুত্বপূর্ণ। সামনে এগিয়ে যাওয়া জরুরি। কারণ প্রত্যেক মানুষই আলাদা এবং তাদের ব্যক্তিত্বও ভিন্ন। এমন একজনকে খুঁজে বের করতে হবে যে আপনাকে সহ্য করতে পারবে।’
সম্প্রতি সোনাক্ষী অভিনীত ‘মিল মাহিয়া’ গানটি প্রকাশ পেয়েছে। এতে কণ্ঠ দিয়েছেন রাশি সুদ। এতেও প্রথম প্রেমের অনুভূতি ফুটিয়ে তোলা হয়েছে।