‘মানসিক ভারসাম্যহীন’ হিসেবে পরিচিত অজ্ঞাত ভারতীয় নাগরিক আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরে ঘুরে বেড়াতেন তিনি। পরনে ময়লাযুক্ত পোশাক। চলতে চলতে আনমনে কথা বলতেন। তাকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে জানতেন লোকজন। কিন্তু বছরের পর বছর ধরে তাকে দেখা গেলেও কেউই তার পরিচয় জানেন না। গত বুধবার বিকেলে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে আটক করে কোতয়ালি থানায় সোপর্দ করেছে র‌্যাব। ভারতীয় নাগরিক উল্লেখ করে পাসপোর্ট ছাড়া বাংলাদেশে ঢোকার অপরাধে থানায় তার বিরুদ্ধে মামলাও করা হয়েছে। কোতয়ালি থানা পুলিশের এসআই হারুন অর রশিদ জানান, গত বুধবার বিকেলে যশোরের আরবপুরস্থ মৎস্য ভবনের সামনে থেকে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে আটক করে র‌্যাব। পরে তাকে থানায় সোপর্দ এবং তার বিরুদ্ধে মামলাও করে র‌্যাব। মামলার বাদী র‌্যাবের এসআই আলমগীর হোসেন। তিনি বলেন, আটক ব্যক্তি বাংলা ভাষায় কথা বলেন না। তবে যে ভাষায় কথা বলছেন তা শুনে মনে হচ্ছে হিন্দি। নানাভাবে প্রশ্ন করে ঠিকানা তো দূরের কথা তার কাছ থেকে নামও উদ্ধার করা যায়নি। ফলে অজ্ঞাত ভারতীয় নাগরিক হিসেবে তার বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।