আলমসাধু যাত্রী মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গাঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আলমসাধু থেকে ছিটকে পড়ে আনিকা খাতুন (৭ রোববার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে উপজেলার হাকিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ৭ মাস বয়সী আনিকা খাতুন উপজেলার তিওরবিলা গ্রামের কাশেম আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, চুয়াডাঙ্গা থেকে তার মায়ের সাথে আলমসাধুতে করে নিজ বাড়ি তিওরবিলা গ্রামে যাচ্ছিলো। এসময় হাকিমপুর এলাকায় পৌঁছালে আলমসাধুর ঝাঁকিতে কোলে থাকা বাচ্চাসহ রাস্তায় ছিটকে পড়ে মা। এতে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। হাসপাতালে নেয়ার পর জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জান্নাতুল ফেরদৌস শিশু আনিকাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশুটির মা আদরি খাতুন জানান, শিশু সন্তানকে নিয়ে সকালে ডাক্তারের কাছে এসেছিলেন তিনি। শিশুকে ডাক্তার দেখিয়ে আলমসাধুতে করে বাড়ি ফিরছিলাম। এসময় রাস্তার মধ্যে আলমসাধুর প্রচন্ড ঝাঁকিতে নিজেকে সামলাতে না পেরে কোলে থাকা শিশুকন্যাসহ রাস্তায় ছিটকে পড়ি। এতে শিশুটি অজ্ঞান হয়ে পড়ে। ওই অবস্থায় শিশুকে চুয়াডাঙ্গা হাসপাতালে নেয়ার পর আমার কন্যাকে মৃত ঘোষনা জরুরী বিভাগের চিকিৎসক। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আলমসাধু থেকে ছিটকে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের কারও কোন অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।