বিভিন্ন অপরাধে ১২৯ প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা

0

লোকসমাজ ডেস্ক॥ রাজধানীসহ সারাদেশে অভিযান চালিয়ে ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ১২৯ প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দিনব্যাপী অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয় বলে অধিদপ্তরের সূত্রে জানা গেছে।
এদিন ঢাকা মহানগরীর কদমতলী, যাত্রাবাড়ী ও রামপুরা থানার মাতুয়াইল, শনিরআখড়া ও মগবাজার এলাকায় অভিযান চালানো হয়। পাশাপাশি চিনি, ভোজ্যতেলসহ নিত্যপণ্যের এসব বাজারে পণ্যের ক্রয় ও বিক্রয় রশিদ, পণ্যের মূল্যতালিকা মনিটরিং করা হয়। এসময় সরকার নির্ধারিত মূল্যে চিনি বিক্রয়ের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
ঢাকাসহ সারাদেশে অধিদপ্তরের মোট ৪৭টি দল অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১২৯ প্রতিষ্ঠানকে ১২ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করে। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগসহ সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।
অভিযানের বিষয়ে অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, দেশের সব পর্যায়ের ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় অধিদপ্তর সদা তৎপর রয়েছে। ভোক্তা অধিকার নিশ্চিতকরণে অধিদপ্তরের নিয়মিত এ অভিযান/তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।