‘আইপিএলে সাকিবের ফর্মে ফেরাটাও খুব জরুরি’

0

লোকসমাজ ডেস্ক॥ বাছাইপর্বে বাংলাদেশের তিন প্রতিপক্ষ ওমান, স্কটল্যান্ড আর পাপুয়া নিউগিনি। বলার অপেক্ষা রাখে না, ক্রিকেট মানচিত্রে অবস্থানগত দিক থেকে তারা বাংলাদেশের ধারেকাছে নেই। এ দল তিনটির কোনো ক্রিকেটার কখনোও বিশ্বের বড় কোনো টি-টোয়েন্টি আসরেও অংশ নেয়নি। সেখানে বাংলাদেশের সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব খেলার আগে ভারতের সাড়া জাগানো আইপিএলে অংশ নেবেন। সাকিব ও মোস্তাফিজের এ আইপিএল খেলে আসাটাকে খুব বড় করে দেখছেন কোচ নাজমুল আবেদিন ফাহিম। ফাহিম বলেন, ‘বাছাইপর্বে আমাদের একটা ভালো দিক থাকবে সাকিব ও মোস্তাফিজের আইপিএল থেকে ফেরা। আমাদের একাদশের দুজন গুরুত্বপূর্ণ সদস্য খেলবেন আইপিএলে। সেটা দলকে উজ্জীবিত ও এগিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের আইপিএল অভিজ্ঞতা অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে টিম বাংলাদেশকে ভালো খেলতে সাহায্য করবে।’ তবে শুধু আইপিএলে খেলাই নয়, সাকিবের ফর্মে ফেরাটাকেও খুব জরুরি মনে করছেন ফাহিম। তার ভাষায়, ‘সাকিব আইপিএলে ভালো খেলে ফর্মে ফিরলে সেটা হবে দারুণ ব্যাপার। সাকিবের নিজের পাশাপাশি দলেরও খুব কাজে দেবে এটা।’ সবমিলিয়ে যদি দল হিসেবে ভালো খেলতে পারে, তবে মূলপর্বে পৌঁছানো কঠিন কিছু হবে না, মনে করছেন ফাহিম। অভিজ্ঞ এই ক্রিকেট কোচ যোগ করেন, ‘এ বিষয়গুলো যদি ক্লিক করে, তাহলে কাজে দেবে। সহজেই মূলপর্বে পৌঁছতে পারব আমরা। তখন আবার আস্তে আস্তে আস্থার জায়গাটা ফিরে পাবে দল। সেটা মূলপর্বে ভালো করতে সাহায্য করবে।’