খুলনা প্রেসক্লাবের নির্মাণাধীন ব্যাংকোয়েট হল পরিদর্শনে এমপি সেখ জুয়েল

0

স্টাফ রিপোর্টার, খুলনা॥ খুলনা প্রেসক্লাবে নির্মণাধীন ব্যাংকোয়েট হল পরিদর্শন করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত হলটি পরিদর্শন করেন। এ সময় হলের ইন্টেরিয়র ডিজাইনের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। পরিদর্শন শেষে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সাংসদ সেখ সালাহউদ্দিন জুয়েল এধরণের একটি ব্যাংকোয়েট হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করায় খুলনা প্রেসক্লাবের ভূয়সী প্রশংসা করেন। তিনি হল রুম নির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লার পরিচালনায় এ সময় মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, এ কে হিরু, শেখ আবু হাসান, আহমদ আলী খান, এস এম নজরুল ইসলাম, মো. মুন্সি মাহবুব আলম সোহাগসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।