কালীগঞ্জে শহীদ বেদী থেকে ফুল ছিনিয়ে নিতে বাধা দেয়ায় মারপিট

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাহতাব উদ্দিন কলেজে ২১ শে ফেব্রুয়ারি শহীদ মিনার থেকে ফুল ও ফুলের ডালা ছিনিয়ে নেয়ার সময় বাধা দিলে আব্দুস সালাম জয় নামে এক যুবক স্কাউট সদস্য আব্দুস সালামকে মারপিট করেন। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে শনিবার কলেজ অধ্যক্ষ আব্দুল মজিদ বরাবর লিখিত অভিযোগ করেছেন কলেজের রোভারদল গ্রুপের সম্পাদক মো. ওলিউর রহমান। এছাড়াও শুক্রবার সকালে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন লাঞ্ছিত স্কাউট সদস্য মো. আব্দুস সালাম। তিনি আব্দুস সালাম জয় ও তুহিন হোসেনসহ ৮/১০ জনকে অজ্ঞাত করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে আহত আব্দুস সালাম বলেন, আমি রোভার স্কাউটের সদস্য। ২১ শে ফেব্রুয়ারি সকালে কলেজের শহীদ মিনারে দায়িত্ব পালন করছিলাম। হঠাৎ শহীদ বেদী থেকে ফুল ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে আমি বাধা দিই। এ সময় আব্দুস সালাম জয়সহ কয়েকজন আমাকে মারধর করেন। স্কাউট সদস্যকে মারধরের বিষয়ে জানতে আব্দুস সালাম জয়ের ব্যক্তিগত মুঠোফোনে কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
সরকারি মাহতাব উদ্দিন কলেজের প্রভাষক ও রোভার গ্রুপের সম্পাদক মো. ওলিউর রহমান জানান, ২১ শে ফেব্রুয়ারি শহীদ বেদীতে ফুল দেয়ার সকল কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে ফুল ছিনিয়ে নেয়ার চেষ্ট করা হয়। এ সময় বাধা দিলে স্কাউট সদস্যকে মারধর করেন আব্দুস সালাম জয়সহ কিছু বহিরাগত। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ আকারে কলেজের অধ্যক্ষকে জাননো হয়েছে। কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, স্কাউট সদস্য আব্দুস সালাম এ ঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছেন। এটা শহীদ বেদীতে ফুল দেয়ার পরের ঘটনা। ওই সময় ফুল রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকে কলেজের রোভার স্কাউটের সদস্যরা।