বেনজেমার হ্যাটট্রিকে বড় জয়েই বার্নাব্যুতে ফিরলো রিয়াল

0

লোকসমাজ ডেস্ক॥ হ্যাটট্রিক করলেন অভিজ্ঞ করিম বেনজেমা, স্কোরশিটে নাম তুললেন দুই তরুণ তুর্কি ভিনিসিয়াস জুনিয়র ও এডুয়ার্ডো কামাভিঙ্গা- অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে পাওয়া ৫ গোলে জয় দিয়েই সান্তিয়াগো বার্নাব্যুতে প্রত্যাবর্তন করলো স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। সংস্কার কাজের জন্য প্রায় দেড় বছর বন্ধ ছিলো রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু। এ সময়ে তারা হোম ম্যাচগুলো খেলেছে আলফ্রেড ডি স্টেফানো স্টেডিয়ামে। রোববার রাতে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচ দিয়ে বার্নাব্যুতে ফিরেছে কার্লো আনচেলোত্তির শিষ্যরা। ফেরার ম্যাচে রিয়ালের জয় ৫-২ গোলের বড় ব্যবধানে। অবশ্য স্কোরলাইন যতটা সহজ দেখাচ্ছে, জয় ততটা সহজে পায়নি রিয়াল। ম্যাচে দুইবার লিড নিয়েছিল অতিথিরা। কিন্তু বেনজেমার হ্যাটট্রিকের সঙ্গে ভিনিসিয়াস-কামাভিঙ্গার সামনে শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি সেল্টা। রিয়ালের নিজেদের ঘরের মাঠে ফেরার উপলক্ষ্যটা মলিন করার মিশনে ম্যাচের মাত্র ৪ মিনিটেই গোল করে বসেন সেল্টার স্প্যানিশ ফরোয়ার্ড সান্তি মিনা। ডি-বক্সে বল ক্লিয়ার করতে গিয়ে ভুল করে বসেন ক্যাসেমিরো ও নাচো। সেই সুযোগে ইয়াগো আসপাসের পা ঘুরে বল পান সান্তি, যা কাজে লাগাতে কোনো ভুল করেননি তিনি।
এই লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সফরকারিরা। ২০ মিনিটের মধ্যেই স্কোরলাইনে সমতা আনেন বেনজেমা। এই গোলের উৎস সেই ক্যাসেমিরো। তিনি উঁচু করে বল বাড়ান দূরের পোস্টে। সেখান থেকে ফেদে ভালভার্দের কাটব্যাকে বল পেয়ে যান বেনজেমা। পেনাল্টি স্পটের কাছ থেকে বল জালে জড়াতে কোনো ভুল করেননি ফ্রেঞ্চ তারকা। দমে যাওয়ার পাত্র ছিল না সেল্টা ভিগো। ম্যাচে সমতা ফেরার সাত মিনিটের মধ্যে আবার লিড নেয় তারা। সতীর্থের কাছ থেকে বল পেয়ে প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হন ফ্রাংকো সার্ভি। তবে ফিরতি বল পেয়ে দলকে এগিয়ে নিতে ভুল করেননি আর্জেন্টাইন মিডফিল্ডার। এই গোলের সুবাদে এগিয়ে থেকেই বিরতিতে যায় সেল্টা। দ্বিতীয়ার্ধে পুরোপুরি বদলে যায় ম্যাচের চালচিত্র। বিরতির পর মাঠে নেমে প্রথম মিনিটেই নিজের ও দলের দ্বিতীয় গোল করেন রিয়ালের অভিজ্ঞ ফরোয়ার্ড বেনজেমা। মিগুয়েল গুতিয়ারেজের দেয়া ক্রসে দারুণ এক হেডে স্কোরলাইন ২-২ করেন তিনি। এর ৮ মিনিট পর ভিনিসিয়াসের গোলে লিড নেয় রিয়াল। ম্যাচের ৬৮ মিনিটের সময় এডেন হ্যাজার্ডের জায়গায় মাঠে নামানো হয় অভিষিক্ত এডুয়ার্ডো কামাভিঙ্গাকে। রিয়ালের জার্সিতে নিজের প্রথম ম্যাচে গোল করতে মাত্র ৪ মিনিট সময় নেন তিনি। লুকা মদ্রিচের শট ঠেকিয়ে দিয়েছিলেন সেল্টা গোলরক্ষক। তবে ফিরতি বলে সহজেই স্কোরশিটে নাম তোলেন কামাভিঙ্গা। ততক্ষণে ৪-২ গোলে এগিয়ে যাওয়ায় জয় কেবল সময়ের ব্যাপার ছিল রিয়ালের জন্য। নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে স্কোরলাইন আরও বাড়ান বেনজেমা। ডি-বক্সের মধ্যে ফাউলের শিকার হন ভিনিসিয়াস, পেনাল্টি পায় রিয়াল। স্পটকিক থেকে গোল করে ম্যাচে নিজের হ্যাটট্রিক তুলে নেন বেনজেমা। এ জয়ের পর চার ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে পাওয়া ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে রিয়াল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে ভ্যালেন্সিয়া, তিনে অ্যাটলেটিকো মাদ্রিদ। চার ম্যাচে মাত্র এক ড্র পাওয়া সেল্টার অবস্থান ১৮ নম্বরে।