ঝিকরগাছায় কপোতাক্ষে সেতু নির্মাণ নিয়ে মতবিনিময়

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা শহরে কপোতাক্ষ নদের উপর প্রায় দেড়শ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন অপরিকল্পিত সেতু সংক্রান্ত বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠন ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পানিসারা ফুল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে উপজেলা প্রশাসন ও ক্রসবর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট (বাংলাদেশ) ও সড়ক বিভাগ যশোরের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। প্রধান অতিথি ছিলেন, যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডা. ইাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মালেক, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মো. জাকির হোসেন, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক, পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, বিআডব্লিউটিএ’র সহকারী পরিচালক আশরাফ হোসেন, কপোতাক্ষ বাচাঁও আন্দোলনের প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, যশোর নাগরিক অধিকার আন্দোলনের নেতা মাস্টার নুর জালাল, সাহিত্যিক হোসেন উদ্দিন হোসেন, সেবা সংগঠনের নির্বাহী পরিচালক আশরাফুজ্জামন বাবু, নদ- নদী বাচাঁও আন্দোলনের নেতা মোবাশের হোসেন প্রমুখ। ঝিকরগাছার অপরিকল্পিতভাবে নির্মিত সেতুসহ পাশর্^বর্তী নতুন সেতু নির্মাণে সরকারি ডিজাইন মানাসহ স্থানীয়দের দাবি পূরণের সার্বিক সহযোগিতার আশ^াস দিয়েছেন মতবিনিময় সভার বিশেষ অতিথি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মালেক।