শার্শা সীমান্ত : বিএসএফ’র নির্যাতনে বাংলাদেশি নিহত দাবি পরিবারের, বিজিবি’র ভিন্ন কথা

0

নাভারণ (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা উপজেলার অগ্রভূলোট সীমান্তে হানেফ আলী খোকা (৩৭) নামে বাংলাদেশি এক গরু রাখালের মরদেহ রয়েছে বিএসএফ’র কাছে। মৃতের পরিবারের দাবি ভারতের বর্নবাড়ীয়া ক্যাম্পের সদস্যরা বুধবার দুপুরে তাকে পিটিয়ে মেরে ফেলার পর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জানতে পারেন তার আত্মীয় স্বজনরা। হানেফ আলী খোকা অগ্রভূলোট গ্রামের শাহজাহান আলীর ছেলে। তবে বিজিবি’র ২১ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুর এলাহী জানান, নিহত হানেফ আলী খোকা নেশাগ্রস্ত অবস্থায় ইছামতি নদী পার হয়ে ভারত সীমান্তে কাটাতারের বেড়া কেটে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় বিএসএফ তাকে আটক করে অসুস্থ অবস্থায় বনগাঁ হাসপাতালে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত হানেফ আলীর চাচা শহিদুল ইসলাম জানান, হানেফ সীমান্তের ইছামতি নদী পার হয়ে ভারতে গরু আনতে গিয়ে বর্নবাড়ীয়া ক্যাম্পের বিএসএফ’র হাতে আটক হয়। বিএসএফের নির্যাতনে হানেফ আলী মারাত্মক আহত হয়। পরে তাকে ভারতের বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎকরা মৃত ঘোষণা করেন। হানেফ আলীর মরদেহ ভারতের গাইঘাটা থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। স্থানীয় গোগা ইউনিয়নের সদস্য তবিবুর রহমান নিহতের ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বিজিবি‘র অগ্রভূলোট ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার মোজাম্মেল হোসেন জানান, নিহতের পিতা শাহজাহান ক্যাম্পে এসে বিষয়টি জানানোর পর বিএসএফকে পতাকা বৈঠক করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।