শার্শায় চলছে শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কারের কাজ, শিক্ষার্থীদের মাঝে আনন্দ

0

নাভারণ (যশোর) সংবাদদাতা ॥ মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘ দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর শিক্ষার্থীদের অপেক্ষা পালা শেষ হচ্ছে। ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণায় স্বস্তি ফিরেছে শার্শার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে। বিদ্যালয়গুলোতে পরিষ্কার পরিছন্নতার কাজ চলছে। উপজেলায় কলেজ, কলেজিয়েট স্কুল, মাধ্যমিক বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, নিম্ম মাধ্যমিক বিদ্যালয়, ফাজিল, আলিম, দাখিল, এবতেদায়ী, ফোরকানিয়া মাদ্রাসা, সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্ডেন বিদ্যালয়সহ প্রায় সাড়ে ৩শ‘ শিক্ষা প্রতিষ্ঠানে চলছে ঝাড়া মোছার কাজ, প্রতিষ্ঠান খোলার তোড় জোড়। এ জাতীয় কাজে ¯প্রণোদিত হয়ে অংশ নিচ্ছে শিক্ষার্থীরা। তাদের মাঝে স্কুলে যাওয়ার আনন্দ চলছে। সরেজমিনে ঘুরে দেখা যায়, যশোরের শার্শা উপজেলা সদরসহ প্রত্যন্ত অঞ্চলে শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষা প্রতিষ্ঠান খুলে শিক্ষার্থীদের ডেকে এনে একত্রিত করে ক্লাস রুমের চেয়ার টেবিল বেঞ্চ পরিষ্কারের কাজ চলছে। অনেক শিক্ষার্থী নিজ উদ্যোগেই এসেছে। দীর্ঘ দিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ধুলোবালির স্তুপ জমে আছে। আর এ ময়লা আবর্জনা পরিষ্কার করতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে কাজ করছে ঝাড়–দারের পাশাপাশি শিক্ষার্থীরা। ময়লামাটি মেখে সাদা হয়ে কক্ষ থেকে বের হচ্ছে তারা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকের সাথে দেখা সাক্ষাৎ ও যোগাযোগ ছিলোনা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান ঝাড়ামোছার কাজে এক জায়গায় হয়ে শিক্ষার্থীরা কিছুক্ষণের জন্য হলেও আবেগ-আপুøত হয়ে পড়ে। এদিকে শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে সঠিক সময়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সাথে সাথে নিয়মিত ক্লাসে চালুর জোর দাবি জানিয়েছেন সচেতন অভিভাবক ও সুধী মহল।