বাগেরহাটে অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারী চার প্রতিষ্ঠানকে জরিমানা

0

বাগেরহাট সংবাদদাতা ॥ ভেজাল বিরোধী অভিযানে বাগেরহাট শহরে খাবার পানি উৎপাদনকারী চার প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার নুর-ই-আলম সিদ্দিকী এই জরিমানা করেন জরিমানা করা প্রতিষ্ঠান চারটি হলো, শহরের দাসপাড়া এলাকার খানজাহান আলী ড্রিংকিং ওয়াটার, বাসাবাটি এলাকার প্রজাপতি ড্রিংকিং ওয়াটার এবং নাগেরবাজার এলাকার মিঠাপানি লিমিটেড ও বারাকাহ (এমএন ড্রিংকিং ওয়াটার)। র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার নাজিউর রহমান বলেন, বৃহস্পতিবার বিএসটিআইয়ের প্রতিনিধিদের সাথে নিয়ে বাগেরহাটের চারটি পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তাদের দুটি অনুমোদন না নিয়ে বিএসটিআইয়ের লোগোও ব্যবহার করছিল। পাশাপাশি সেখানকার পরিবেশও অস্বাস্থ্যকার। তাই অনুমোদন ছাড়া পানি উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে ভ্রাম্যমাণ আদালত খানজাহান আলী ড্রিংকিং ওয়াটার ও মিঠাপানি লিমিটেডকে ৩০ হাজার টাকা করে এবং প্রজাপতি ড্রিংকিং ওয়াটার ও বারাকাহ (এমএন ড্রিংকিং ওয়াটার) পানিকে ১৫ হাজার টাকা করে জরিমানা করে।