যশোরে করোনায় ইউপি সচিবের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৭ জন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে করোনায় ইউপি সচিবের মৃত্যু হয়েছে। ঝিকরগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব রহমত আলী (৪৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি জেলার চৌগাছা পৌরসভার পাঁচনমনা গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার ২৪ ঘণ্টার ব্যবধানে জেলায় ৩৭ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। আর মৃত্যু হয়েছে ১ জনের। স্বাস্থ্যবিধি মেনে চললে খুব দ্রুত সময়ের মধ্যে যশোরে করোনা ভাইরাস আরও নিয়ন্ত্রণে আসবে বলে জেলা সিভিল সার্জন জানিয়েছেন। যশোর জেনারেল হাসপাতালের সূত্রে জানাগেছে, বুধবার সন্ধ্যায় ইউপি সচিব রহমত আলী নিজ বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৩ টায় তার মৃত্যু হয়।
পরিবারের লোকজন জানান, রহমত আলী ৯২ ব্যাচের চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ফার্স্টবয় ছিলেন। কৃতিত্বের সাথে এসএসসি পাশ করার পর জটিল রোগে আক্রান্ত হয়ে কয়েকবছর পরে এইচএসসি পাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষে ইউনিয়ন পরিষদ সচিব হিসেবে চাকুরিতে যোগ দেন। তিনি করোনার সম্মুখ যোদ্ধা হিসেবে এলাকায় বেশ পরিচিত ছিলেন। চলমান করোনা পরিস্থিতিতে করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে তিনি খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন বলে স্বজনরা জানান। যে কারণে রহমত আলী অল্পদিনেই ঝিকরগাছা সদর ইউনিয়ন পরিষদের মানুষের কাছে সুখ্যাতি অর্জন করেন। জেলা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. রেহনেওয়াজ জানান, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার ব্যবধানে যশোরে মোট ৩৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। আর করোনায় মারা গেছেন ১ জন। এরমধ্যে যশোর সদরে ২২ জন, অভয়নগরে ৫ জন, বাঘারপাড়ায় ১ জন, চৌগাছায় ২ জন, ঝিকরগাছায় ২ জন, মনিরামপুরে ১ জন ও শার্শা উপজেলায় ৪ জন রয়েছে। জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২১৩৫৩ জন। আর মারা গেছেন ৪৭৫ জন। সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। মাস্ক ছাড়া বাইরে বের হওয়া যাবে না। এসব বিষয়ে সবাই সতর্ক থাকলে সামনে করোনা সংক্রমণ আরও কমে যাবে বলে তিনি জানান।